Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:১৩, ২০ আগস্ট ২০২০

সাত বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন

প্রথমার্ধে সের্গেই জিনাব্রির জোড়া গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ালেন রবের্ত লেভানদোভস্কি। তাতে লিওঁকে হারিয়ে সাত বছর পর ফের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।

পর্তুগালে লিসবনে বুধবার রাতে ক্লাব পর্যায়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার সেমি-ফাইনালে ফরাসি ক্লাবটিকে ৩-০ গোলে হারায় বুন্ডেস লিগা চ্যাম্পিয়নরা। আগামী রোববার শিরোপা নির্ধারণী লড়াইয়ে আরেক ফরাসি ক্লাব পিএসজি’র মুখোমুখি হবে তারা।

২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল বায়ার্ন। অবশ্য, এর মধ্যে চারবার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে খেলেছে দলটি।

কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে উড়িয়ে আসা বায়ার্ন সেমিতেও নৈপুণ্য দেখিয়েছে।

অবশ্য শুরুটা আশা জাগানিয়া ছিল জুভেন্তাস ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শেষ চারে ঠাঁই করে নেওয়া লিওঁ’র। খেলা শুরুর চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেমফিস ডিপাই। কিন্তু গোলরক্ষক মানুয়েল নয়ারকে একা পেয়েও লক্ষে বল রাখতে পারেননি এই ডাচ ফরোয়ার্ড।

আক্রমণ ধরে রাখে লিওঁ। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি।

ছন্দ ফিরে পেতে খুব বেশি সময় লাগেনি বায়ার্নের। অষ্টাদশ মিনিটে দলটিকে এগিয়ে নেন জিনাব্রি। ডান দিক থেকে সতীর্থ জশুয়া কিমিচের পাসে বল পেয়ে বেশ অনেকটা এগিয়ে গিয়ে ডি-বক্সের ওপর থেকে লম্বা শটে জালে বল জড়ান জার্মান এই উইঙ্গার।

ম্যাচের আধা ঘণ্টা পার হতেই ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। গোলমুখে বল পেয়েও ভালোভাবে শট নিতে পারেননি লেভানদোভস্কি। বল ভালোভাবে জমাতে পারেননি লিওঁ’র গোলরক্ষক অঁতনি লোপেজও। দ্বিতীয়বারের মতো জালে বল জড়াতে ভুল করেননি জিনাব্রি।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিওঁ। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না দলটি। ৫৮তম মিনিটে মুসা সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে।

ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে সব হিসাব চুকে দেন বায়ার্ন তারকা লেভানদোভস্কি। কিমিচ ক্রসে ডি-বক্সে বল পাঠালে নিখুঁত হেডে জালে বল জড়ান পোলিশ এই স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে একাদশবারের মতো ফাইনালে ওঠার আনন্দে মাতে বায়ার্ন শিবির।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়