Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৯:৫৩, ২০ আগস্ট ২০২০

ধোনিকে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনির অবদানের কথা তুলে ধরে ধন্যবাদ জানিয়ে তাকে চিঠি লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে আপ্লুত টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন ধোনি। টুইটারে তিনি লিখেছেন- “একজন শিল্পী, সৈনিক ও খেলোয়াড় শুধুমাত্র প্রশংসা আশা করে। তারা চায় তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ যেন সবার নজর কাড়ে এবং প্রশংসিত হয়। প্রশংসা ও শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া চিঠির প্রতিলিপিও নিজের পোস্ট করেছেন ধোনি।  দীর্ঘ সেই চিঠিতে ধোনিকে মোদি লিখেছেন- “আপনার বিদায়ে ১৩০ কোটি দেশবাসী হতাশ ও ব্যথিত, কিন্তু আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য সবাই চিরকাল কৃতজ্ঞ থাকবে।”

প্রধানমন্ত্রী ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ধোনিকে অবসরজীবনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়