Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ২১ আগস্ট ২০২০

ক্রিকেটার সাকিবের মেয়েকে কুরুচিপূর্ণ মন্তব্য, ব্যবস্থা নেবে পুলিশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (২১ আগস্ট) ঢাকা মেট্টোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি) এ তথ্য নিশ্চিত করে।

শুক্রবার বিকেলে তারা ফেসবুক পেজে জানায়, 'বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন'।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানায়।   

এ বিষয়ে ডিএমপির সিটিটিসি উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়