Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ২১ আগস্ট ২০২০

এবার রায়নাকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদি

গত ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনির সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সুরেশ রায়না। সম্প্রতি ধোনিকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তিনি সুরেশ রায়নাকেও চিঠি লিখলেন।

নরেন্দ্র মোদি তার চিঠিতে অবশ্য রায়নার ব্যাপারে অবসর শব্দটিকেই ব্যবহার করতে চাননি। দুই পৃষ্ঠার চিঠিতে মোদি ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমি অবসর শব্দটা ব্যবহার করতে চাইছি না। কারণ অবসর ঘোষণার জন্য তুমি একটু বেশিই তরুণ এবং তেজোদীপ্ত।’

চিঠির আরেক অংশে মোদি লিখেছেন, ‘একজন ভালো ব্যাটসম্যান হিসেবে শুধু নয়, তোমাকে প্রজন্ম মনে রাখবে একজন কার্যকর বোলার হিসেবেও, যাকে কি না পরিস্থিতির প্রয়োজনে অধিনায়ক সহজেই ব্যবহার করতে পারতো। আর তোমার সজাগ দৃষ্টি কত রান যে বাঁচিয়েছে তার হিসেব নেই।’

নরেন্দ্র মোদি ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে বসে রায়নার খেলা দেখার প্রসঙ্গও তুলেছেন চিঠিতে। মোদি লিখেছেন, ‘সেই ম্যাচে রায়নার উদ্দীপ্ত ভূমিকার কথা ভারত কখনও ভুলবে না।’

ভারতীয় দলে রায়নার অনেক অর্জন আছে। তবে মোদি মনে করেন, দল ও দেশের গৌরবের জন্যই নিজেকে উজাড় করে দিয়েছেন রায়না। চিঠিতে মোদির লেখা, ‘ব্যক্তিগত গৌরবের জন্য আপনি খেলেননি, খেলেছেন দল ও দেশের গৌরবের জন্য।’

আন্তর্জাতিক ক্রিকেটে রায়না সবচেয়ে সফল ছিলেন সাদা বলের ক্রিকেটে। ওয়ানডেতে ৫ সেঞ্চুরি আর ৩৫ হাফসেঞ্চুরিসহ ৩৫.১৩ গড়ে ৫ হাজার ৬১৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ৯৩.৫০।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২৯.১৮ গড়ে করেছেন ১ হাজার ৬০৫ রান। স্ট্রাইক রেট ১৩৪.৮৭। ৫টি হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। তবে টেস্টে অভিষেকে সেঞ্চুরি করলেও বড় ফরমেটে সেভাবে সাফল্য পাননি। ১৮ টেস্টে করেন মোটে ৭৬৮ রান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়