ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:১০, ২২ আগস্ট ২০২০
ইন্টারকে হারিয়ে ইউরোপা জয়ে সেভিয়ার রেকর্ড
পাঁচ গোলের রোমাঞ্চকর এক ফাইনালে শেষ হাসি হাসল সেভিয়া। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপা লিগ শিরোপা ঘরে তুললো স্প্যানিশ ক্লাবটি।
জার্মানির কোলোনেতে শুক্রবার রাতে ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে ইন্টারকে ৩-২ ব্যবধানে হারায় সেভিয়া।
দুই দুই গোলে সমতায় এগিয়ে চলা ম্যাচে দ্বিতীয়ার্ধে নিজেদের জালে বল জড়িয়ে ইন্টারকে হতাশায় ডোবান রুমেলু লুকাকু। তার আত্মঘাতী গোলেই ষষ্ঠবারের মতো ইউরোপা লিগের শিরোপা জয়ের আনন্দে মাতে সেভিয়া।
অথচ লুকাকুর নৈপুণ্যেই ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ইন্টার। স্পট কিক থেকে গোলটি করেন বেলজিয়ান এই স্ট্রাইকার। ডি-বক্সে ফাউনালের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
তবে ব্যবধানটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালিয়ান সেরি আ’র ক্লাবটি। দ্বাদশ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে বসে সেভিয়া। সতীর্থ জেসুস নাভাসের ক্রসে বল পেয়ে ডাইভিং হেডে জালে বল পাঠান ডাচ স্ট্রাইকার লুক ডি জং।
সমতা ফেরানোর কুড়ি মিনিট পর আরও একটি গোল করেন লুক ডি জং। এভার বেনেগার সেট পিস থেকে বল পেয়ে এবারও হেডে লক্ষ্যভেদ করেন ডাচ এই ফুটবলার। ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেভিয়া।
দুই মিনিটের মধ্যে আবার ম্যাচে সমতা ফিরে। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের সেট পিস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে ইন্টারের হয়ে গোলটি করেন উরুগুয়ান সেন্টার-ব্যাক। ২-২ গোলের সমতাতে শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের ৬৫তম মিনিটে ইন্টারকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন লুকাকু। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।
নয় মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন লুকাকু। সেভিয়ার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দিয়েগো কার্লোসের বাইসাইকেল কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচে ফের সমতা ফেরানোর জন্য ইন্টার অনেক চেষ্টা করলেও সেভিয়ার রক্ষণভাগ ভেদ করতে পারেনি দলটির আক্রমণভাগের খেলোয়াড়রা। ২০১১ সালের পর থেকে চলা শিরোপা খরা রয়েই গেল ইতালিয়ান ক্লাবটির।
আরো একবার ইউরোপা শিরোপা জয়ের উল্লাসে মাতে সেভিয়া শিবির।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
সর্বশেষ
জনপ্রিয়
























