Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

প্রকাশিত: ১৩:৪৬, ২৩ আগস্ট ২০২০

‘নেইমারকে রেখে এমবাপে দলে টানা উচিত রিয়ালের’

বেশ কয়েকবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, নেইমারকে দলে বেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ক্লাবটির কিংবদন্তি রোনাল্ডো বললেন কিলিয়ান এমবাপের কথা।

ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা রোনাল্ডোর মতে, বয়স বিবেচনায় নেইমারের চেয়ে এমবাপেকে দলে টানাটা রিয়ালের জন্য বেশি ভালো হবে।

২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এরপর একাধিকবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ২৮ বছর বয়সী এই ফুটবলারকে নিজেদের শিবিরে দেখতে চায় রিয়াল। আবার বার্সেলোনাও নিজেদের সাবেক খেলোয়াড়কে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, এরই মধ্যে তারকা খ্যাতি পাওয়া পিএসজির অপর তারকা এমবাপের প্রতিও নজর রয়েছে রিয়ালের। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই স্ট্রাইকারও জানিয়েছেন, ক্যারিয়ারের কোনো একপর্যায়ে মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলতে চান তিনি।

 

নেইমার ও এমবাপে উভয়ই যেহেতু সময়ের অন্যতম সেরা ফুটবলার এবং তাদের দলে নিতে বড় অঙ্কের বিনিয়োগ দরকার হবে তাই বয়স বিবেচনায় এমবাপেকেই দলে টানা রিয়ালের জন্য উচিত হবে বলে মনে করেন রোনাল্ডো।

২০০২-০৩ মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা জেতা ব্রাজিলের সাবেক এই তারকা স্ট্রাইকার বলেন, “এই মুহূর্তে, ব্যাপারটি এমন নয় যে, তাদের মধ্যে একজনের চেয়ে অন্যজন ভালো। রিয়াল মাদ্রিদকে যেহেতু বড় অঙ্কের বিনিয়োগ করতে হয় তাহলে তাদেরকে ভবিষ্যতের কথা ভাবতে হবে।”

“নেইমারের বয়স ২৮, এমবাপের ২২। এক্ষেত্রে দুজনের মধ্যে যার বয়স কম তাকে দলে বেড়ানোটা বেশি যুক্তিসংগত হবে।”

পর্তুগালের লিসবনে রোববার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। দলটির আক্রমণভাগে রয়েছে নেইমার ও এমবাপে উভয়ই। এর মধ্যে বার্সেলোনার হয়ে ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার অভিজ্ঞতা হয়েছে নেইমারের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়