Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ২৩ আগস্ট ২০২০

ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনে আত্মবিশ্বাসী নেইমার

ফাইনালের মঞ্চে নেইমার যে ভুলে থাকতে চান পৃথিবীর বাকি সব। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে প্রত্যয়ী নেইমার। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে সেরা সময় পার করছেন বলে জানান তিনি। বায়ার্ন মিউনিখ শক্তিশালী দল হলেও, ইউরোপ শ্রেষ্ঠত্ব অর্জনের এতোটা কাছে এসে আর পথ হারাতে চান না ব্রাজিলিয়ান সুপার স্টার।

নেইমার বলেন, 'পিএসজি সেমিতে দলের পারফরম্যান্স খুব ভালো ছিলো। কিন্তু, সেমিফাইনাল জয়ীরা স্মরণীয় হয়ে থাকে না। তাই সেটা নিয়ে ভাবছি না। বায়ার্ন আমাদের পরীক্ষায় ফেলবে। আমরাও প্রস্তুত। ওদের দলটা শক্তিশালী। আমরাও ভালো অবস্থায় আছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, প্যারিসে আসার পর এখনই সবচেয়ে ভালো সময়টা পার করছি।'

নেইমার আরো বলেন, 'পিএসজি দলটাকে সবসময় এখানেই দেখতে চাই। পিএসজির প্রজেক্ট বড়। ইউরোপের সেরা ক্লাব হওয়াই লক্ষ্য। সে লক্ষ্য অর্জনে এতোটা কাছাকাছি আগে আসা হয়নি। তাই সবাইকে সর্বোচ্চ মনোযোগী হতে হবে।'  'গেলো ১০ বছরে মেসি আর রোনালদো একেবারে ভিনগ্রহের পারফরম্যান্স উপহার দিয়েছে। সে জন্যই ব্যালন ডি'অরে ওদের এমন আধিপত্য ছিলো। এ পুরস্কার মর্যাদার। কিন্তু, দলের হয়ে ট্রফি জয় ছাড়া সে স্বীকৃতি মিলবে না। চ্যাম্পিয়ন্স লিগ জয়টা বিশেষ কিছু। পিএসজির হয়ে সেটা করতে পারলে তা ইতিহাস হয়ে থাকবে। আর সেটার জন্যই এখানে এসেছি আমি।'

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়