Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৩ আগস্ট ২০২০

প্রধান নির্বাচকের দায়িত্ব হারাচ্ছেন মিসবাহ

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট ইতিহাসে রথম ব্যক্তি হিসেবে একইসঙ্গে হেড কোচ ও চিফ সিলেক্টরের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তবে তার এই দ্বৈত দায়িত্বের যুগ এক বছরের বেশি দীর্ঘ হচ্ছে না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে চলতি সফর শেষেই মিসবাহকে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে বলা হবে। তার বদলে জনপ্রিয় এক সাবেক পেসারকে নতুন প্রধান নির্বাচক বানানোর কথা ভাবছে পিসিবি।

ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সেই কর্মকর্তা বলেছেন, ‘পিসিবি এখন মনে করছে, মিসবাহর ওপর থেকে বাড়তি কাজের বোঝা কমিয়ে দেয়াই ভালো হবে। যাতে করে সে তার প্রধান কোচের দায়িত্বে ভালোভাবে মনোযোগ দিতে পারে। কেননা আগামী তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান সম্প্রতি ইংল্যান্ড গিয়ে দেখে এসেছে কীভাবে একইসঙ্গে দুই দায়িত্ব সামলাচ্ছেন মিসবাহ। ওয়াসিম তখনই মিসবাহর সঙ্গে কথা বলে রেখেছেন, দলের জন্য একজন প্রধান নির্বাচক নেয়ার ব্যাপারে।’

এসময় নতুন প্রধান নির্বাচকের বিষয়ে ধারণা দিয়ে পিসিবি কর্মকর্তা বলেন, ‘মিসবাহকে দায়িত্ব দেয়ার সময় একটা সংশয় ছিল, একইসঙ্গে দুই দায়িত্ব পালন করতে পারবে কি না। এবার আমরা নতুন প্রধান নির্বাচক হিসেবে একজন সাবেক ফাস্ট বোলারকে দায়িত্ব দেয়ার কথা ভাবছি। যিনি সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়