Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ২৩ আগস্ট ২০২০

করোনামুক্ত হলেন মাশরাফির বাবা-মা

করোনামুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজা। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।

মোহাম্মদ ফারুক জানিয়েছেন, শনিবারই নতুন পরীক্ষায় করোনা ‘নেগেটিভ’ হয়েছেন গোলাম মুর্তজা ও হামিদা মুর্তজা।

এর আগে গত ৭ আগস্ট মাশরাফির বাবা-মাসহ পরিবারের মোট ৪জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে মাশরাফির মামী ও ছোট ভাইয়ের স্ত্রীও ছিলেন। দ্বিতীয় পরীক্ষার পরই তারা করোনা নেগেটিভ হয়েছেন। সবাই নড়াইলে নিজ বাসায় চিকিৎসা নিয়েই এখন সুস্থ। 

প্রসঙ্গত, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। আক্রান্তের ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন তিনি। মাশরাফির পর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন ও মাশরাফির স্ত্রী সুমনা হক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়