Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২৪ আগস্ট ২০২০

ভুল দলকে অভিনন্দন জানালেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারার পর পিএসজি সুপারস্টার ভুল টুইট করে নেটিজেনদের আলোচনার শিকার হলেন। বায়ার্নের পরিবর্তে ‘বায়ার’কে কৃতিত্ব তো দিয়েছেনই, দশ ঘণ্টা পরও সেই ভুল ঠিক করেননি!

রোববার রাতে লিসবনে থমাস মুলারদের বিপক্ষে ০-১ গোলে হেরে যান নেইমাররা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন কিংসলে কোমান। নেইমার প্রথমার্ধে বার কয়েক সুযোগ সৃষ্টি করলেও শেষ ৪৫ মিনিটে নিজেকে খুঁজেই পাননি।

ম্যাচের হতাশায় ভেঙে পড়া নেইমারকে কাঁদতে দেখা গেছে। নিজেকে সামলে নিয়ে কয়েক ঘণ্টা পর টুইটে লেখেন, ‘হার তো খেলারই অংশ। আমরা সবভাবে চেষ্টা করেছি, শেষ পর্যন্ত লড়েছি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

এরপরেই বলছেন, ‘এবং বায়ারকে ধন্যবাদ।’ বায়ার বলতে সাধারণত বায়ার লেভারকুসেনকে বোঝায়। পর্তুগীজ ভাষার ওই স্ট্যাটাসে তিনি মূলত ভুল করে ‘ন’ বাদ দিয়েছেন।

এমন অভিনন্দন পেয়ে বায়ার লেভারকুসেন আবার প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি তাদের স্প্যানিশ অ্যাকাউন্টে এভাবে মন্তব্য করেছে, ‘জানি না, কেন আপনি আমাদের অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ধন্যবাদ।’

বাংলাদেশ সময় সোমবার বিকেল তিনটার দিকে নেইমারের টুইটারে গিয়ে দেখা গেছে, এখনো সেই ভুল রয়েছে!

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়