Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২৫ আগস্ট ২০২০

গেইলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ

গত শুক্রবার তারকা স্প্রিন্টার উসাইন বোল্টের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন গেইল। এদিকে সোমবার করোনা পজিটিভ হয়েছেন বোল্ট। ফলে চিন্তা ছিল গেইলের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।

তবে এরই মধ্যে দুইবার পরীক্ষা করে করোনা নেগেটিভ পেয়েছেন গেইল। যার ফলে তার আরব আমিরাত সফর নিয়ে কোনো সংশয় রইলো না। যথাসময়েই কিংস এলেভেন পাঞ্জাবের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুইবার করোনা নেগেটিভ হওয়ার খবর জানিয়েছেন গেইল। তার নমুনা সংগ্রহের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপও আপলোড করেছেন গেইল।

তবু আরব আমিরাতে যাওয়ার পর বিমানবন্দরেই একবার করা হবে করোনা টেস্ট। এরপর তাকে রাখা হবে ছয়দিনের কোয়ারেন্টাইনে। যেখানে প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনেও করা হবে করোনা টেস্ট। সবগুলো পরীক্ষায় করোনা নেগেটিভ এলেই পাঞ্জাবের বায়ো সিকিউর বাবলে যোগ দিতে পারবেন গেইল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়