Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৫৭, ২৬ আগস্ট ২০২০

কোম্যানের কারণেই বার্সা ছাড়ার ঘোষণা মেসির!

‘দলে তোমাকে বিশেষ সুযোগ-সুবিধাগুলো দেওয়ার দিন শেষ’- বার্সেলোনার নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যান লিওনেল মেসিকে কথা বলার পরই ক্লাবটিতে ২০ বছরের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে লজ্জাজনক হারের পর মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়। এই পরাজয়ের জেরে ছাঁটাই হন কোচ কিকে সেতিয়েন। তার স্থলাভিষিক্ত করা হয় ক্লাবটির সাবেক তারকা ফুটবলার ও নেদারল্যান্ডসের কোচ কোম্যানকে।

আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর পরই নাকি মেসির সঙ্গে দেখা করেছেন কোম্যান।

দারিও ওলে নামে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি ওই সাক্ষাতে নবনিযুক্ত কোচ কোম্যান নাকি মেসিকে বলেছেন- “দলে তোমাকে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার দিন শেষ। দলের জন্য তোমাকে সবকিছুই করতে হবে। আমি অনমনীয় হব, দল নিয়ে তোমাকে চিন্তা করতেই হবে।”

রিপোর্টে বলা হয়, কোম্যানের এমন মন্তব্যের পরই মেসি সিদ্ধান্ত নিয়ে নেন, ক্লাবটি ছেড়ে দেবেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। এক ফ্যাক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা কাতালান ক্লাবটির হর্তাকর্তাদের জানিয়ে দিয়েছেন।

এদিকে, বার্সেলোনার সবচেয়ে বড় তারকার ক্লাব ছাড়ার সিদ্ধান্তে চাপ বেড়েছে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের ওপর। সমর্থকরা বার্সেলোনা ক্লাবের প্রধান কার্যালয়ের বাইরে জড়ো হয়ে বার্তোমেউয়ের পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। অবশ্য বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, সরে দাঁড়ানোর চিন্তা নেই তার।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়