Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৭ আগস্ট ২০২০

এখনও চূড়ান্ত হয়নি আইপিএলের সূচি!

করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল আসরের ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। কিন্তু করোনা সতর্কতার কারণে টুর্নামেন্টের সূচি নিয়ে চিন্তায় পড়ে গেছে আইপিএল আয়োজকরা।

খসড়া সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। মোট ৬০টি ম্যাচ হবে পুরো টুর্নামেন্টে। কিন্তু কবে কার বিপক্ষে কার ম্যাচ, সেই বিস্তারিত সূচি এখনও ঠিক করতে পারেনি আইপিএল গভর্নিং কাউন্সিল।

টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো পৌঁছে গেছে আমিরাতে। ২০ আগস্টের মধ্যে জানিয়ে দেয়ার কথা থাকলেও এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়নি ফ্র্যাঞ্জাইজিগুলোকে।

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সঠিক কোনো তথ্য জানাতে পারেনি দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। এর পেছনেও করোনাভাইরাসকে দায়ী করা হচ্ছে। কেননা করোনা সতর্কতার কারণে আমিরাতে এখনও রয়েছে ভ্রমণজনিত বিধিনিষেধ। সেসব মাথায় রেখেই সূচি প্রস্তুত করতে হচ্ছে আইপিএল আয়োজকদের। যে কারণে সপ্তাহ পেরিয়ে গেলেও তৈরি হয়নি আইপিএলের সূচি। এবারের টুর্নামেন্টের পর্দা নামবে ১০ নভেম্বর। 

আইনিউইজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়