Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ১৩:২৭, ২৮ আগস্ট ২০২০

মেসিকে ধরে রাখতে পদত্যাগ করতে ‘প্রস্তুত’ বার্তোমেউ

কোনোভাবেই লিওনেল মেসিকে ছাড়তে চাচ্ছে না বার্সেলোনা। তারকা এই ফুটবলারকে ধরে রাখার জন্য প্রয়োজনে ক্লাবের সভাপতি থেকে সরে দাঁড়ানোর জন্যও জোসেপ মারিয়া বার্তোমেউ প্রস্তুত আছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।

কিন্তু বরফ গলছে না। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে কাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্তে অটল মেসি। তাই বার্তোমেউকে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোটা দরকার নাও হতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ করেই এক ইমেইল বার্তায় বার্সেলোনার হর্তাকর্তাদের মেসি জানান, ক্লাব ছাড়তে চান তিনি। ছয়বারের বর্ষসেরা এই ফুটবলারের এমন সিদ্ধান্তের পর বার্তোমেউয়ের ওপর চাপ বাড়ে। ক্লাবের সমর্থকেরা তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এদিকে, বৃহস্পতিবার টিভি ৩’র খবরে বলা হয়েছে, মেসি যদি বার্সেলোনা থেকে যায় তাহলে ক্লাব সভাপতির পদ থেকে সরে দাঁড়াতেও রাজি বার্তোমেউ। তবে একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি মেসি প্রকাশ্যে বলেন যে, বার্সায় তার থাকার ক্ষেত্রে ‘মূল সমস্যা’ হলেন ক্লাবটির সভাপতি, তবে দায়িত্ব থেকে সরে যেতে রাজি হবেন বার্তোমেউ।

গত কয়েক বছর ধরে বোর্ডের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ৩৩ বছর বয়সী মেসির। কোচ নিয়োগ দেওয়া, করোনাভাইরাসের সময় বেতন-কর্তনের ব্যাপারে খেলোয়াড়দের ওপর চাপ দেওয়ার বিষয়টিও ভালো লাগেনি আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

বার্সোর সাবেক ক্রীড়া বিষয়ক পরিচালক এরিক আবিদালের সঙ্গে তার দ্বন্দ্ব তো প্রকাশ্যরুপ নিয়েছিল। আর বায়ার্ন-দুঃস্বপ্নের পর তাই চূড়ান্তভাবেই ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা বার্সেলোনাকে জানিয়ে দেন তিনি।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়