Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ১৯:৪৬, ২৮ আগস্ট ২০২০

৩১ আগস্ট দেশে ফিরছেন সাকিব

ফাইল ছবি

ফাইল ছবি

অনেকদিন ধরে স্ত্রী ও দুই কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আর বেশিদিন সেখানে থাকবেন না তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ আগস্ট (সোমবার) রাতে দেশে ফিরবেন সাকিব। 

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে সাকিবের ওপর আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে বেশিদিন বাকি নেই। এদিকে অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ। দলের সঙ্গে বাইশ গজে প্রত্যাবর্তনের জন্য সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন এই অলরাউন্ডার। মূলত সে লক্ষ্যেই আগেভাগে দেশে আসছেন সাবেক টাইগার অধিনায়ক।

জানা গেছে, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট শেষে ৩১ আগস্ট রাতে ঢাকায় পা রাখবেন সাকিব। এরপর নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে বিকেএসপিতে নামবেন তিনি। এরইমধ্যে তার জন্য সেখানে করা হয়েছে বিশ্বমানের সব ব্যবস্থা।

পেশাগত কারণে সাকিব দেশে ফিরলেও তার স্ত্রী ও দুই কন্যা সন্তান যুক্তরাষ্ট্রেই থাকছেন। তাদের সঙ্গে থাকতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন সাকিবের মা শিরীন আক্তার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়