Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ১৯:৫৪, ২৮ আগস্ট ২০২০

সিলভার নতুন ঠিকানা এখন চেলসি

মেয়াদ শেষ হওয়ার পর পিএসজি চুক্তি না বাড়ানোয় নতুন ঠিকানা খুঁজতে থাকা সিলভা দল বদল করলেন। পিএসজি ছেড়ে ফ্রি ট্রান্সফারে চেলসিকে এক বছরের জন্য নতুন ঠিকানা বানিয়েছেন থিয়াগো সিলভা।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘চেলসিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পরবর্তী মৌসুমের স্কোয়াডের অংশ হতে পেরে আনন্দিত। এখানে আসছি সম্মানের চ্যালেঞ্জ নিয়ে। চেলসি ভক্তরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।’ পিএসজির সঙ্গে সিলভার চুক্তি শেষ হয় জুনে। তখন চুক্তি বাড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করে যান।

৩৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বাস করেন, এখনো তিন থেকে চার বছর ইউরোপিয়ান ফুটবলে অবদান রাখতে পারবেন।

চেলসি পরিচালক মেরিনা গ্রানভস্কায়া সিলভাকে পেয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘সিলভার মতো বিশ্বমানের ফুটবলারকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। শীর্ষস্তরের ফুটবলে তার অভিজ্ঞতায় চেলসি আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস আমাদের। আশা করি সে নিজের তালিকায় আরও নতুন কিছু শিরোপা যোগ করতে পারবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়