Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ২৯ আগস্ট ২০২০

এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন রায়না

গত ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনির সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সুরেশ রায়না। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে খেলার কথা জানিয়েছিলেন তিনি।

কিন্তু আইপিএল শুরুর সময় ঘনিয়ে আসতেই এবার জানা গেল ভিন্ন খবর। অবসরের ঘোষণা যেমন আকস্মিকভাবে দিয়েছিলেন রায়না, তেমনি এবার সবাইকে অবাক করে দিয়ে আইপিএল থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

আইপিএলের ১৩তম আসরে খেলার উদ্দেশ্যে চেন্নাই সুপার কিংসের সঙ্গে আরব আমিরাতে গিয়েছিলেন রায়না। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ দেশ ভারতে ফিরে গেছেন ৩৫ বছর বয়সী এ ব্যাটসম্যান এবং মিস করবে এবারের পুরো আইপিএল।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথের কথায় বোঝা যাচ্ছে, পারিবারিক কারণেই হয়তো ভারতে ফিরে গেছেন রায়না। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে রায়নার ভারত ফেরার খবর জানিয়েছে চেন্নাই।

কাশি বিশ্বনাথের বয়ানে চেন্নাই সুপার কিংসে টুইটারে লেখা হয়েছে, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না ভারতে ফিরে গেছে এবং আইপিএলের বাকি মৌসুমে তাকে আর পাওয়া যাবে। এ সময়টা কাটিয়ে উঠতে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রয়েছে।’

রায়নাকে না পাওয়া চেন্নাইয়ের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় এ টপঅর্ডার ব্যাটসম্যান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়