Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:৩৭, ৩০ আগস্ট ২০২০

বার্সায় করোনা টেস্ট ও অনুশীলনে ‘যোগ দিচ্ছেন না’ মেসি

প্রাক মৌসুমে প্রস্তুতির অংশ হিসেবে বার্সেলোনায় করোনাভাইরাস টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি। যোগ দেবেন না অনুশীলনেও। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইএসপিএন।

নানা গুঞ্জনের মধ্যে ফ্যাক্সবার্তায় মেসি গত মঙ্গলবার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানান মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে বর্তমানে যে চুক্তি আছে সে চুক্তির একটি ধারা অনুযায়ী রিলিজ ক্লজ ছাড়াই ক্লাবটি ইচ্ছা তার।

কিন্তু চুক্তিপত্র অনুযায়ী, পেরিয়ে আসা ১০ জুনের মধ্যে মেসি তার ইচ্ছার কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন।

সেই সময় পেরিয়ে গেছে বলে চুক্তিপত্রের ওই ধারা এখন আর কার্যকর নয় বলে ক্লাব কর্মকর্তারা দাবি করলেও মেসি ও তার আইনজীবী মনে করছেন, করোনাভাইরাস সংকটে ফুটবল মৌসুম প্রলম্বিত হওয়ায় ওই শর্তের কার্যকারিতাও ৩১ আগস্ট পর্যন্ত বাড়বে।

এমন পরিস্থিতিতে বার্সেলোনায় অনুশীলনে যোগ নিতে চাচ্ছেন না মেসি। তার ধারণা, ক্লাবটির হয়ে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। দাবি, ক্লাবের সঙ্গে চুক্তির সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন তিনি।

তাই মেসি শনিবার বিকেলে নিজের উপদেষ্টাদের মাধ্যমে বার্সেলোনাকে জানিয়ে দেন, তিনি সতীর্থদের সঙ্গে করোনাভাইরাস টেস্ট কার্যক্রমে অংশ নেবেন না। যোগ দেবেন না অনুশীলনেও।

রবিবার করোনা পরীক্ষার জন্য বার্সেলোনার সিউতাত এস্পোর্তিভায় রিপোর্ট করার কথা বার্সেলোনা স্কোয়াডের। পরের দিন থেকে শুরু হওয়ার কথা অনুশীলন।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়