Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ৩০ আগস্ট ২০২০

সপরিবারে করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার আসলাম

শনিবার জানা গিয়েছিল করোনা মুক্ত হয়েছেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফে সহসভাপতি বাদল রায়। একদিন পরই মিললো আরেক সাবেক তারকা ফুটবলারের করোনা আক্রান্তের খবর।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও বাফুফে সদস্য শেখ মোহাম্মদ আসলাম। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় রয়েছেন তিনি।

আসলাম ফেসবুক বার্তায় জানিয়েছেন তিনিসহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত, 'আমি, আমার স্ত্রী, ছোট মেয়ে, শাশুড়ি এবং কেয়ারটেকারসহ বাসার সবাই করোনায় আক্রান্ত হয়েছি এবং নিজ বাস-ভবনে চিকিৎসাধীন আছি।’

এ সময় আরেকটি প্রয়োজনীয় বার্তাও দেন তিনি, ‘আমার সঙ্গে দেখা হয়েছে বা আমার সান্নিধ্যে বিগত দুই সপ্তাহে এসেছেন, এমন সকলকে সতর্ক হওয়ার এবং কোনও লক্ষণ দেখা দিলে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করছি।'

এরপর তিনি যোগ করেছেন, 'আমার পরিবারের সকল সদস্যদের দ্রুত সুস্থতার জন্যে সকলের নিকট দোয়া কামনা করছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক।'

শেখ মোহাম্মদ আসলাম ক্লাব ফুটবলে মোহামেডান ও আবাহনীতে দাপটের সঙ্গে খেলেছেন এক সময়। এছাড়া ৮০র দশকে জাতীয় দলে খেলছেন সুনামের সঙ্গে। জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন ২০০০ সালে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়