Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ৩১ আগস্ট ২০২০

টি-টোয়েন্টি ক্যারিয়ারে পুরানের প্রথম সেঞ্চুরি

টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রবিবার রাতে ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের ব্যাটার। টুর্নামেন্টের ইতিহাসে যা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

পুরানের অপরাজিত ১০০ রানে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৭ উইকেটে হারায় গায়ানা আমাজন।

পোর্ট অব স্পেনে টস হেরে আগে ব্যাট করে সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান তোলে। জোশুয়া ডি’সিলভা ৪৬ বলে ৫৯ রান করেন। ৩০ বলে অপরাজিত ৩৭ রান করেন দিনেশ রামদিন।

জবাব দিতে নেমে নিকোলাস ঝড়ে ১৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।

পুরান টানা তিন ছক্কায় সেঞ্চুরির ল্যান্ড মার্কে পৌঁছান। একই সঙ্গে নিশ্চিত হয় দলের জয়। সব মিলে ১০ ছক্কা ও ৪টি চার হাঁকান তিনি। ম্যাচসেরাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দিনের আরেক ম্যাচে মাত্র ৯২ রানের পুঁজি নিয়েও জয় তুলে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। সিপিএলের ইতিহাসে যা সবচেয়ে কম পুঁজি নিয়ে জয়। ৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ৮৯ রান করতে পেরেছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়