Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১ সেপ্টেম্বর ২০২০

হাই তুলে ফের ট্রলের শিকার সরফরাজ আহমেদ

হাই তুলে ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছিলেন একাদশের বাইরে। রিজার্ভ বেঞ্চে বসে থাকা অবস্থায় তার হাই তোলার দৃশ্য ধরা পড়ে। যা পরে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে হাই তোলে ট্রল হয়েছিলেন সরফরাজ। ভারতের বিপক্ষে ম্যাচটা আবার হেরে যায় পাকিস্তান। এরপরই সমালোচনার ঝড় উঠে সরফরাজের গা ছাড়া ভাব নিয়ে। এবার ফের ম্যাচের ফাঁকে হাই তুলে ট্রলের শিকার সরফরাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একেকজন একেক মন্তব্য করছেন এ নিয়ে। কেউ কেউ বলছেন, ‘ক্রিকেটের সব ফরম্যাটেই হাই তুলেছেন সরফরাজ।’ আবার কারওর কথায়, ‘ম্যাচ শুরু হলেই সরফরাজ হাই তুলতে শুরু করেন।’

সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে পাকিস্তান। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দলের বাজে পারফরম্যান্সে অধিনায়কত্ব হারান তিনি। দলে জায়গা পেতেও এখন যুদ্ধ করতে হচ্ছে তাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়