Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১১:৫৯, ২ সেপ্টেম্বর ২০২০

ঢাকায় ফিরেই নিজ বাসায় সাকিব

আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায় সাকিবের এ্যারাইভাল হয়েছে রাত ২টা ৫০ মিনিটে, কাতার এয়ারওয়েজে। বিমানবন্দরে নেমেই ঢাকাস্থ নিজ বাসায় চলে যান সাকিব।

বুধবার রাত ২:৫০ মিনিটে কাতার এয়ারওয়েজে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন দেশ সেরা এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিমানবন্দরের ভিআইপি এন্ট্রির লগ বুক থেকে।

সকালে বিমানবন্দরে গিয়ে দেখা যায় ভিআইপি লাউঞ্জের লগ বুকে লেখা আছে, সাকিব-আল-হাসানের নাম ও তার গাড়ির সংখ্যা (দুটি)। পরে

বিমানবন্দরে নেমেই ঢাকাস্থ নিজ বাসায় চলে যান সাকিব।

এদিকে বিকেএসপি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য ঢাকায় ফেরার এক কী দুই দিন বাদে করোনা পরীক্ষা করাবেন আইসিসি কর্তৃক একবছর নিষিদ্ধ এই অলরাউন্ডার। পরীক্ষায় পজিটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আর নেগেটিভ হলে দু-একদিনের মধ্যেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।

উল্লেখ্য, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সাকিব। তারপর থেকে সেখানেই অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটাররটি।

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়