Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

প্রকাশিত: ১৫:৫৯, ২ সেপ্টেম্বর ২০২০

সাইফউদ্দিনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ

গত কিছুদিন ধরে প্রচন্ড জ্বরের পাশাপাশি গলা ব্যথায় ভুগছিলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। সুস্থ না হওয়ায় করোনার টেস্ট করিয়েছিলেন এই অলরাউন্ডার। পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। 

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাইফউদ্দিন নিজেই। তিনি লেখেন, ‘বিগত দুই তিনদিন ধরে প্রচন্ড জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে খুব ভয়ে ছিলাম। গতকালকে করোনা টেস্ট করানোর পর আজকের রেজাল্ট নেগেটিভ আসে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।’  

করোনার প্রকোপ শুরুর পরই নিজ জেলা ফেনীতে চলে গিয়েছিলেন সাইফউদ্দিন। সেখানেই নিজ উদ্যোগে ফিটনেস অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিলে কিছুদিন আগে ঢাকায় ফেরেন তিনি। বেশ কয়েকদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনও করেছেন সাইফউদ্দিন। 

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়