Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ নারী দলের সাবেক কোচ মারা গেছেন

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ, ইংল্যান্ড ও নর্দাম্পটনশায়ারের সাবেক অলরাউন্ডার ডেভিড ক্যাপেল আর নেই। ব্রেন টিউমারের সঙ্গে দুই বছর লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন।

বুধবার এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে ইংল্যান্ডের কাউন্টি দল নর্দাম্পটনশায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ক্যাপেল ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে ইংল্যান্ড নারী দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ১৫টি টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই সাবেক অলরাউন্ডারের ২০১৮ সালে ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার নিজের বাসভবনেই মৃত্যু হয় তার।

ক্যাপেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়