Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২০

শেষ মুহূর্তের গোলে জার্মানির বিপক্ষে হার এড়াল স্পেন

হার দ্বারপ্রান্তে অবস্থান করছিল স্পেন। সেই অবস্থায় যোগ করা সময়ে ডিফেন্ডার জোসে লুইস গায়ার গোলে জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

প্রতিযোগিতাটির দ্বিতীয় আসরের উদ্বোধনীর দিন বৃহস্পতিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটিতে স্বাগতিক জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেন।

স্টুটগার্টে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে স্ট্রাইকার টিমো ভের্নারের গোলে এগিয়ে যায় স্বাগতিক জার্মানি। এই গোলেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল দলটি।

যোগ করা সময়ে জোয়াখিম লো’র দলকে হতাশ করে বসে স্পেন। রদ্রিগো মরেনোর হেডে বল পেয়ে মুহূর্তের মধ্যে জালে জড়ান স্পেনের লেফট-ব্যাক গায়া।

রোমাঞ্চকর ড্রয়ে ম্যাচ শেষ করার পর স্পেন অধিনায়ক সের্হিও রামোস জার্মান সম্প্রচারমাধ্যম জেটডিএফকে বলেন, “আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। নতুন মৌসুমের শুরুতে ম্যাচটি ভালো একটি পরীক্ষা ছিল।”

“হয়তো আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। কিন্তু আমরা চাপ দূরে রাখতে পেরেছিলাম। আমরা আমাদের পরিশ্রমের ফল পেয়েছি। এই ড্রয়ে খুশি মনে আমরা বাড়ি ফিরছি। যদিও আমাদের অবস্থান যেখানে থাকার দরকার ছিল সেখানে নেই। তবে আমরা এটা ধাপে ধাপে ব্যবস্থা করে নেব।”

ম্যাচটিতে মাঠে নামার মধ্য দিয়ে ৮৪ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক হলো ১৭ বছর ৩০৮ দিন বয়সী অনসু ফাতির।

স্পেন জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হলেন প্রয়াত অ্যাঞ্জেল জুবিয়েতা। ১৭ বছর ৯ মাস বয়সে সাবেক চেকোস্লোভাকিয়ার হয়ে ১৯৩৬ সালে অভিষেক হয়েছিল তার।

এদিকে,  ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়