Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৪:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত কস্তাসহ আতলেতিকোর ২ ফুটবলার

ফাইল ছবি

ফাইল ছবি

অনুশীলন শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল আতলেতিকো মাদ্রিদ। করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দলটির স্ট্রাইকার দিয়েগো কস্তা ও ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের শরীরে।

শুক্রবার নতুন মৌসুম উপলক্ষে অনুশীলন নামার কথা আতলেতিকোর। এর আগে খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের সবার করোনা টেস্ট করা হলে তাতে কস্তা ও আরিয়াসের রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দুই খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর জানায় আতলেতিকো।

বিবৃতিতে বলা হয়েছে, “যারা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলছেন তাদের ছাড়া দলের বাকি খেলোয়াড়দের নমুনা পরীক্ষা করা হয়। ছুটির সময়টাতে এই টেস্টে দিয়েগো কস্তা ও আরিয়াসের রিপোর্ট পজিটিভ এসেছে। তারা এখন আইসোলেশনে আছে; তাদের কোনো লক্ষণ নেই।”

আতলেতিকোর পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ও লা লিগার বেধে দেওয়া সকল প্রোটোকল মেনে উভয় খেলোয়াড়ই বাড়িতে অবস্থান করছেন। তারা ৪ সেপ্টেম্বর থেকে দলের সঙ্গে অনুশীলনে থাকবেন না। কোয়ারেন্টাইন সম্পন্ন শেষেই যোগ দেবেন অনুশীলনে।

এদিকে, ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব পিএসজিতে আরও তিন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দলটিতে মোট করোনা আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। আগেই আক্রান্ত হয়েছেন নেইমার, আঞ্জেল ডি মারিয়া ও লিয়েনদ্রো পেরেদেস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়