Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২০

মারের বিদায়, তৃতীয় রাউন্ডে সেরেনা

দেড় বছরেরও বেশি সময় পর কোনও গ্র্যান্ড স্লামে খেলতে নেমেছিলেন অ্যান্ডি মারে। প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে নতুন শুরুর আভাস দিয়েছিলেন তিনি। তবে সেই যাত্রা বেশি দূর এগোলো না, ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন সাবেক এই নাম্বার ওয়ান। ২-৬, ৩-৬, ৪-৬ সরাসরি সেটে হেরেছেন কানাডার অগার আলিয়াসিমের কাছে।

২০১৯ সালের জানুয়ারিতে নিতম্বে অস্ত্রোপচারের পর প্রথম গ্র্যান্ড স্লাম সিঙ্গেলসে খেলতে নেমেছিলেন মারে। বুঝে গেলেন সেই দিন আর নেই। ৩৩ বছর বয়সী এই টেনিস তারকা বলেন, ‘স্বাভাবিক নিতম্ব নিয়েই গ্র্যান্ড স্লাম জেতা কঠিন। আর এখন তো...। তবে আমি চেষ্টা করে যাব, কেন করব না? নিজের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। তারপর যদি না পারি, ঠিক আছে।’

মেয়েদের এককে ফেভারিট সেরেনা উইলিয়ামস অবশ্য নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড। রাশিয়ার মার্গারিটা গাসপারিয়ানকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। পরের রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী স্বদেশি স্লোয়ানে স্টিফেনস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়