Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:০১, ৪ সেপ্টেম্বর ২০২০

বার্সায় থাকার ঘোষণা দিলেন মেসি

কয়েক দিনের নাটকীয়তার পর লিওনেল মেসি নিজেই জানালেন, বার্সেলোনাতেই থাকছেন। শুক্রবার গোলডটকমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মেসি এ কথা নিশ্চিত করেছেন।

২০ বছর বার্সায় কাটিয়ে মেসি সম্প্রতি জানান, আর থাকতে চান না। কিন্তু বার্সা তাকে আটকে ফেলে রিলিজ ক্লজের শর্তে। ক্লাবটি দাবি করে, এই মুহূর্তে মেসিকে অন্য জায়গায় যেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে! মেসি আবার দাবি করেন, এই চুক্তি এখন কার্যকর নেই; ফ্রি ট্রান্সফারেই যাওয়া যাবে।

এমন সব আলোচনার ভেতর মেসি অনেকটা বাধ্য হয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানিয়েছেন, স্ত্রী-সন্তানকে যখন নিজের ইচ্ছার কথা বলেন, তখন এক ‘নিষ্ঠুর নাটকের’ অবতারণা হয়।

‘যখন স্ত্রী-সন্তানকে নিজের ইচ্ছার কথা বলি, এটা ছিল নিষ্ঠুর একটা নাটক। পুরো পরিবার কাঁদতে শুরু করে। আমার সন্তানেরা না বার্সেলোনা শহর ছাড়তে চেয়েছে, না স্কুল পরিবর্তন করতে চেয়েছে।’

‘কিন্তু আমি অনেক দূরে তাকিয়ে দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। শিরোপা জিততে চাই, নামতে চাই চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে।’

‘আমি ভেবেছিলাম ক্লাব ছাড়তে আমার কোনো বাধা নেই। প্রেসিডেন্ট সব সময় বলেছেন, মৌসুম শেষে থাকা না থাকার বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো।’

‘এখন তারা বলছে আমি কেন ১০ জুনের আগে বললাম না। ওই সময়ে তো আমরা লা লিগা খেলছিলাম। করোনাও ছিল।’

‘ঠিক এই কারণেই আমি থেকে যাচ্ছি। প্রেসিডেন্ট বলেছেন আমার যাওয়ার একমাত্র উপায় ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ। এটা অসম্ভব।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়