Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৫ সেপ্টেম্বর ২০২০

রফিকের ৫০তম জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

দেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রফিকের ৫০তম জন্মদিন আজ, শনিবার। দুটি ফেসবুক পোস্টে সাবেক তারকা এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে জিনজিরা বস্তিতে সারা দিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটতো যেই রফিকের, সেই রফিক হয়ে ওঠেন এক সময় দেশসেরা তারকা ক্রিকেটার। বল ব্যাটে দেখিয়েছেন অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স।

অলরাউন্ডার রফিকের বেশ কয়েকটি স্মরণীয় পারফরম্যান্স তুলে ধরে তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শনিবার দুপুরে পোস্ট করা হয় আইসিসি’র ফেসবুক পেজ থেকে। শুভেচ্ছা বার্তার সঙ্গে তুলে ধরা হয় রফিকের এই পারফরম্যান্সগুলো-

# বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে ৭৭ রান ও ৩ উইকেট।

# বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট।

# আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার।

# টেস্টে বাংলাদেশের হয়ে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা প্রথম বোলার।

রফিকের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও পোস্টও করেছে আইসিসি। ভিডিও ক্লিপে ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া ম্যাচে বাঁহাতি এই স্পিনারের বোলিং পারফরম্যান্স তুলে ধরা হয়। তাতে দেখা যায়, রফিকের ঘূর্ণি বলের শিকার হয়ে মাঠ ছাড়ছেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অব স্পেনে জয় পাওয়া ওই ম্যাচে তিনটি উইকেট নিতে ১০ ওভারে রান দিয়েছিলেন মাত্র ৩৫।

১৯৭০ সালে জন্মগ্রহণ করা রফিক আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ১৯৯৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের মাধ্যমে। এরপর খেলেন ১২৫টি একদিনের ম্যাচ। ব্যাট হাতে ১১৯১ রানের পাশাপাশি বল হাতে নেন ১২৫ উইকেট।

২০০০ সালে মাথায় টেস্ট ক্যাপ চাপান ওই ভারতের বিপক্ষেই। ৩৩ ম্যাচে উইকেট সংখ্যা ১০০। ব্যাট হাতে সংগ্রহ ১০৫৯ রান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়