Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ৫ সেপ্টেম্বর ২০২০

বাফুফের নির্বাচন পেছানোর জন্য সহ-সভাপতির আবেদন

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আসন্ন নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। তফসিল অনুযায়ী শনিবার থেকে মনোনয়নপত্র বিলি শুরু। কিন্তু বাফুফের অন্যতম সহ-সভাপতি বাদল রায় আগামী ৩ অক্টোবরের নির্বাচন অন্তত দুই মাসের জন্য স্থগিত চাইছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে তিনি এই আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশন ও বাফুফের সভাপতির কাছে।

চিঠিতে বলা হয়েছে, অনেক কাউন্সিলর করোনাতে আক্রান্ত। তাদের ভোট দেওয়া কিংবা প্রচার-প্রচারণার স্বার্থেই নির্বাচন পিছিয়ে দেওয়া সঙ্গত।

চিঠি পেয়ে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ‘এটা আমার এখতিয়ার নয়। কখন নির্বাচন হবে, এটা বাফুফের নির্বাহী কমিটি ঠিক করবে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনও আবেদন আমলে নিতে পারে না। তবে নির্বাহী কমিটি যদি আমাদের বলে নির্বাচন পেছাতে, তখন আমরা তা করতে পারবো।’

বাদল রায়ের চিঠি প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ শনিবার বিকেলে বলেছেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বাদল রায়ের চিঠি পেয়ে তা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাই না। সভাপতিকে চিঠি দেওয়া হলেও নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন এটা দেখবেন। অবশ্যই এটার উত্তর দেওয়া হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়