Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২০

জয় দিয়ে শুরু চ্যাম্পিয়ন পর্তুগালের

উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে পর্তুগালের। তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে গত আসরের চ্যাম্পিয়নদের।

নিজেদের মাঠ পোর্তোয় শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারায় ফের্নান্দো সান্তোসের দল। বিরতির আগে এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলটি পায় তারা। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, দিয়োগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভা।

দলে থাকলেও ম্যাচটিতে খেলেননি রোনালদো। পায়ের আঙ্গুলে সংক্রমণে ভুগছেন তিনি। আর একটি গোল পেলেও আন্তর্জাতিক ফুটবলে একশো গোল করার মাইলফলক স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ২০১৮ সালের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ মিস করলেন রোনালদো।

যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোলটি করে পেতকোভিচ। আন্তে রেবিচের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এদিকে, গ্রুপের অপর দুই ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারায় বেলজিয়াম এবং স্বাগতিক সুইডেনকে ১-০ গোলে হারায় ফ্রান্স।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়