Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২০

শুভ জন্মদিন কাটার মাস্টার মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। যাকে আমরা সবাই কাটার মুস্তাফিজ নামে চিনি। সেই ফিজ এর জন্মদিন আজ। ২৩ পেরিয়ে ২৪ এ পা রাখলেন তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের উদীয়মান এ তারকা ক্রিকেটার।

সকাল হয়েছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ভক্ত-সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায়। সহযোগী ক্রিকেটারদের প্রায় সবাই শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করেছেন। সে কথা জানালেন মোস্তাফিজ নিজেই।

তিনি বলেন, ‘জন্মদিন উপলক্ষ্যে সকাল সকাল অনেক শুভেচ্ছা পেয়েছি। অনেকেই ভালবাসায় সিক্ত করেছেন। আমাদের ক্রিকেটারদের হোয়াটসআপ গ্রুপ আছে। সেখানে সাথের ক্রিকেটাররা অনেকেই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। ছোট-বড় সবার শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছি।’

ভেবেছিলেন অন্যান্য দিনের মত আজ জন্মদিনের সকাল-দুপুরটিও হোম অব ক্রিকেটে কাটবে। কিন্তু তা হয়নি। জন্মদিনের প্রথম প্রহর কাটল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের খুব কাছে নিজ বাসায় একা। সাপোর্টিং স্টাফদের তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় প্র্যাকটিস বন্ধ। তাই মাঠে যাওয়ার সুযোগ নেই। অগত্যা ঘরে বসেই জন্মদিন পালন করতে হচ্ছে।

তা নিয়ে অবশ্য খুব বেশি আফসোস নেই। তার চেয়ে বেশি খারাপ লাগছে মাঠে গিয়ে ফিটনেস ট্রেনিং ও বোলিং অনুশীলন করতে না পারায়। মোস্তাফিজের কথা, ‘আমি সব মিলে ১২-১৩ দিনের মত প্র্যাকটিস করেছি। শেষ তিনদিন করা হয়নি। আবার যাবো ঠিক করেছি, এর মধ্যে প্র্যাকটিসটা হঠাৎ বন্ধ। একটু খারাপ লাগছে। অনুশীলনটা চালিয়ে যেতে পারলে ভাল হতো। ছন্দ ফিরে পেতে সহায়ক হতো।’

তিনি আরও বলেন, ‘আমি তো গত মাসের (আগস্ট) ১৬ তারিখে প্র্যাকটিস শুরু করেছি। এর ভেতরে শেষ তিনদিন অনুশীলন করিনি। কাজেই দুই সপ্তাহ পুরো হয়নি এখনও। এখন অনুশীলন বন্ধ হওয়া মানে ধারাবাহিকতা শেষ। প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারলে ভাল হতো। তারপরও যতটা হয়েছে মন্দ না। আমি কষ্ট করেছি। ছন্দে ফেরার চেষ্টা ছিল।’

মোস্তাফিজের অনুভব, ‘যতই কঠোর ও নিবিড় অনুশীলন করেন না কেন, আসল হলো ম্যাচ খেলা। একজন বোলার নেটে এবং ব্যক্তিগতভাবে যত হাড় ভাঙ্গা পরিশ্রমই করুক না কেন, বোলিং কোচ তাকে যত গাইড করুক আর কার্যকর পরামর্শ দিক না কেন; বোলিংয়ে উন্নতি ঘটাতে হলে এবং ছন্দ পুরো পেতে চাই ম্যাচ খেলা। খেলে খেলেই আসলে নিজের উন্নতি ঘটাতে হয়। আমিও ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’

মুস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুতে যে চমক দেখিয়েছেন তা অনেক লিজেন্ড বোলারও করে দেখাতে পারেনি। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ তার প্রথম দুটি একদিনের ক্রিকেট ম্যাচে ১১টি উইকেট লাভ করেন। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তুলে নেন ছয় উইকেট। তার চমকপ্রদ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডের দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়