Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৬ সেপ্টেম্বর ২০২০

মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দিলেন জাদেজার স্ত্রী

শনিবার (৫ সেপ্টেম্বর) ছিল ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার জন্মদিন। সেদিনই তিনি নিয়েছেন মহৎ এক সিদ্ধান্ত। নিজের জন্মদিন উপলক্ষ্যে মরণোত্তর চক্ষুদানের প্রতিশ্রুতি দিয়েছেন রিভাবা।

চক্ষুদানের সিদ্ধানের কথা জানিয়ে ভারতীয় সংবাদসংস্থা আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে রিভাবা বলেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমার দেহের সকল অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ আছে। এ কারণে আমি হয়তো একজন অন্ধ মানুষের কষ্টটা বুঝতে পারব না। কিন্তু কোনোভাবে যদি আমি তাদের সাহায্য করতে পারি, তাহলে সেটাই আমার জন্য অনেক বড় সম্মানের হবে।’

প্রতিশ্রুতিপত্রে সাক্ষর করে তিনি বলেন, ‘আমি বোঝাতে পারব না এখন কত ভালো লাগছে। তবে এটা সত্যিই অনেক বেশি শান্তিদায়ক এবং আমার জন্য সন্তোষজনক। একইসঙ্গে আমি সবাইকে অনুরোধ করবো মহৎ উদ্দেশ্যে অন্যদের সাহায্য করার মাধ্যমে আপনারা নিজেদের মৃত্যুকে স্মরণীয় করে রাখুন।’

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা গুজরাট প্রদেশের কার্নি সেনা নারী সংঘের প্রধানের দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরে। গতবছর যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়