Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৬ সেপ্টেম্বর ২০২০

বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ হলেন অজি পেসার

করোনাভাইরাসের কারণে বলে লালা লাগিয়ে ঘষানো আগেই নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বিকল্প হিসেবে বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন।  এই অপরাধে তাকে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে তার ইংলিশ কাউন্টি দল সাসেক্স।

গত মাসে মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে বল করার সময়ে স্যানিটাইজার ব্যবহার করেছিলেন ক্লেডন। সেই ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ আসার পর তদন্ত করে সাসেক্স। শেষ পর্যন্ত নির্বাসিত করা হয় ক্লেডনকে।

এক বিবৃতিতে সাসেক্স লিখেছে, ‘‘মিচ ক্লেডনকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী নির্বাসিত করা হয়েছে। মিডলসেক্সের বিরুদ্ধে বল করার সময়ে ক্লেডন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিল।’’

দীর্ঘ দিন ধরে খেলছেন ক্লেডন। কাউন্টি ক্রিকেটে ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ, ১১০টি লিস্ট এ এবং ১৪৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৩১০টি প্রথম শ্রেণির উইকেট তার ঝুলিতে।

লিস্ট এ এবং টি টোয়েন্টি-তে ক্লেডন ১৩৮টি এবং ১৫৯টি উইকেট নিয়েছেন। নির্বাসিত হওয়ায় সাসেক্সের হয়ে বাকি ম্যাচগুলোতে খেলবেন না ক্লেডন। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়েইজকে নেওয়া হয়েছে দলে।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়