স্পোর্টস ডেস্ক
আপডেট: ২০:১৭, ৬ সেপ্টেম্বর ২০২০
ঘোষিত হলো আইপিএলের পূর্ণাঙ্গ সূচি
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের আসর। সেই অনুসারে ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)- ২০২০ আসরের পূর্ণাঙ্গ সূচি। রোববার আইপিএল গভর্নিং কাউন্সিল এই ঘোষণা দেয়।
চূড়ান্ত সূচি অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের ১৩তম আসরটি।
এক বিবৃতিতে আইপিএল গভর্নিং কাউন্সিল জানান, ‘১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার জমজমাট ম্যাচ দিয়ে এবারের মৌসুম মাঠে গড়াবে।’
১৯ সেপ্টেম্বর শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচটির পরদিন দুবাই প্রথম ম্যাচ আয়োজন করবে। ভেন্যুটিতে দিল্লি ক্যাপিটালস খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। পরদিন একই ভেন্যুতে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
এরপর ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার শারজায় খেলবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
ডাবল হেডার্স অর্থাৎ একই দিনে দুটি ম্যাচ আছে ১০ দিন। ডাবল হেডার্সে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৪টায়। প্রথম ডাবল হেডার্স ৩ অক্টোবর। সেদিন আবু ধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। শারজায় রাতের ম্যাচে খেলবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স।
রাতের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তিন ভেন্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৪ ম্যাচ হবে দুবাইয়ে। আবু ধাবিতে হবে ২০টি ও শারজায় হবে ১২ ম্যাচ। প্লে-অফ ও ফাইনাল ম্যাচের ভেন্যু জানানো হবে পরে।
উল্লেখ্য, মার্চে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। তবে করোনাভাইরাসের কারণে তা হতে পারেনি। শেষ পর্যন্ত ভারতের বাইরে আয়োজিত হচ্ছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই আসর।
আইনিউজ/এসপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























