Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২০

বাফুফে নির্বাচন: সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এখন চলছে মনোনয়নপত্র বিতরণের পালা। আজ শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত তোলা যাবে মনোনয়নপত্র। তবে সভাপতি পদে কাজী সালাউদ্দিন আবারও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়- এমন সম্ভাবনার কারণে আজ পর্যন্ত বাফুফে নির্বাচন নিয়ে তেমন কোনো উত্তাপ ছিল না।

কিন্তু মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ দুপুরে হঠাৎ করেই চমক দেখালেন সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। কোনো প্যানেল থেকে নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন- সেটা আপাতত জানা যায়নি।

হঠাৎ করেই আজ দুপুরে বাফুফে ভবনে এসে সভাপতি পদে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনলেন সাবেক এই ফুটবলার এবং কোচ। মানিকের মনোনয়নপত্র কেনার পরই সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন। কারণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই বাফুফে নির্বাচন জমে ওঠার বড় একটা সম্ভাবনা।

বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো লড়বেন সভাপতি পদে। নির্বাচনের অনেক আগে থেকেই তাকে চ্যালেঞ্জ জানানোর ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সড়ে দাঁড়ান আলোচিত ব্যবসায়ী সংগঠক তরফদার মো. রুহুল আমিন।

ধারণা করা হচ্ছিল, হয়তো ভোটের লড়াইয়ে সভাপতি পদে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। শেষ পর্যন্ত দেশের অন্যতম সেরা কোচ মানিক মনোনয়নপত্র কিনে চমক দিলেন।

আইনিউজ/এসপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়