Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:০৮, ৮ সেপ্টেম্বর ২০২০

ক্রিকেটার সাইফ হাসান করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। সোমবার বিসিবির ব্যবস্থাপনায় করানো পরীক্ষায় অন্তত দুইজনের পজিটিভ আসার খবর পাওয়া গেছে।

সাইফ ছাড়া অন্যজন হলেন হলেন ইংলিশ ট্রেনার নিক লি। তবে আনুষ্ঠানিকভাবে বিসিবি এখনো কিছু নিশ্চিত করেনি। গতকাল বিসিবির ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের কভিড-১৯ পরীক্ষা করানো হয়েছিল।

উল্লেখ্য, ১৯ জুলাই থেকে বিভিন্ন ভেন্যুতে চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। কিন্তু শুক্রবার হঠাৎই স্থগিত করা হয় মিরপুরের অনুশীলন কার্যক্রম।

একজন ট্রেনারের করোনা আক্রান্ত হওয়া ও সাপোর্ট স্টাফদের অনেকের মধ্যে উপসর্গ দেখা দেওয়ায় মিরপুরের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। 

আবার অনুশীলন শুরুর আগে সতর্কতা থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষার উদ্যোগ নেয় বিসিবি। বুধবার থেকে মিরপুরে অনুশীলন কার্যক্রম শুরু হওয়ার কথা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়