Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২০

১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার এবং প্রথম ইউরোপীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে শততম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে এই কৃতিত্ব গড়েন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

এই ম্যাচের আগে ৩৫ বছর বয়েসি রোনালদো পর্তুগালের জার্সিতে করেন ১৬৪ ম্যাচে ৯৯টি। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৪৫তম মিনিটে তিনি কাঙ্ক্ষিত শততম গোলের দেখা পান। এখন রোনালদোর সামনে কেবল রয়েছেন ১৪৯ ম্যাচে ১০৯ গোল ইরানের ফুটবলার আলী দাই।

পায়ের আঙুলে সংক্রমণ থাকায় প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। ওই ম্যাচ পর্তুগাল জেতে ৪-১ গোলে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়