Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:০২, ৯ সেপ্টেম্বর ২০২০

ফ্রান্সের জয়ে জিরুর ৪০

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ফ্রান্স।

মঙ্গলবার নেশনস লিগে মুখোমুখি হয়েছিল রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-২ গোলে জয় তুলে নেয় এদিন। অলিভিয়ের জিরুর ৪০তম আন্তর্জাতিক গোলে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

একটি গোলই করেছেন ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার জিরু। দেশের পক্ষে সর্বোচ্চ গোল সংখ্যায় তার সামনে কেবল মিচেল প্লাতিনি (৪১) ও থিয়েরি অরি (৫১)।

জিরু ছাড়া ফ্রান্সের পক্ষে বাকি তিন গোলের একটি ছিল আত্মঘাতী থেকে পাওয়া। অন্য দুটি করেন আঁতোয়ান গ্রিজমান ও ডায়োট উপামেকানো। ক্রোয়েশিয়ার পক্ষে গোল দুটি করেন ডেজান লোভরেন ও জোসিপ ব্রেকালো।

লেভারেনের গোলে ১৬ মিনিটেই ক্রোয়েশিয়া এগিয়ে যাওয়ার পর ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ৪৩ মিনিটে গ্রিজমান দলকে সমতা এনে দেন। এর খানিক পরই আত্মঘাতী গোল করে বসেন ক্রোয়েশিয়ার লিভাকোভিচ।

তবে ব্রেকালো বিরতির পর ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। একই সঙ্গে ম্যাচ জমিয়ে দেন। শেষ পর্যন্ত অবশ্য জয় পায় ফ্রান্সই। ৬৬ মিনিটে উপামেকানো ফ্রান্সের পক্ষে ব্যবধান ৩-২ করেন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জিরু দলের ৪-২ গোলে জয় নিশ্চিত করেন।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়