Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১০:২৮, ৯ সেপ্টেম্বর ২০২০

আইসল্যান্ডকে উড়িয়ে দিল বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বেলজিয়াম। প্রতিযোগিতাটির নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অন্যতম ফেবারিট দলটি।

নিজেদের মাঠ কিং বদুইন স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লিগ ‘এ’র দ্বিতীয় গ্রুপের ম্যাচটিতে আইসল্যান্ডকে ৫-১ গোলে হারায় বেলজিয়াম। জোড়া গোল করেন স্ট্রাইকার মিচি বাতসুয়াই; একবার করে জালে বল জড়ান অ্যাক্সেল উইটসেল, ড্রিস মের্টেন্স ও টিনএজ জেরেমি ডকো।

নেশন্স লিগে এটা বেলজিয়ামের টানা বারোতম জয়। চলতি লিগে গ্রুপের নিজেদের প্রথম ম্যাচটিতে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছিল তারা। দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বেলজিয়াম। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড।

প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ হয়েছিল আইসল্যান্ডের। দশম মিনিটেই হোমবার্ট ফ্রিদজনসনের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় লাগেনি বেলজিয়ামের। ত্রয়োদশ মিনিটে উইটসেলের গোলে সমতায় ফেরায় তারা।

চার মিনিটের মধ্যেই স্বাগতিকদের এগিয়ে নেন বাতসুয়াই। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ম্যাচে আরও তিনটি গোল হয়। সবকটিই স্বাগতিক দলের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়