Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২০

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন সাকিব

দুই মেয়ের সঙ্গে সাকিব

দুই মেয়ের সঙ্গে সাকিব

আইসিসি কর্তৃক দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। মেয়াদ শেষে বাইশ গজের ফেরার জন্য নিজেকে পুনরায় প্রস্তুত করতে বর্তমানে বিকেএসপিতে আছেন সাকিব আল হাসান।

চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনি। সেখানে প্রায় ছয় মাস ছিলেন পরিবারের সঙ্গে, কাটিয়েছেন মধুর সময়। সম্প্রতি দুই মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন এই ক্রিকেটার। 

মঙ্গলবার দুই মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লেখেন, আমার সবকিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 

সাকিব যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়েই দ্বিতীয় সন্তানের বাবা হন। ফলে বড় মেয়ে আলাইনার পাশাপাশি পরিবারের নতুন সদস্যকে নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। যেখানেই গেছেন, দুই হীরকজোড়াকে ছাড়েননি জাতীয় দলের সাবেক অধিনায়ক। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়