Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১১ সেপ্টেম্বর ২০২০

বাফুফে নির্বাচন: ৪৯ মনোনয়নপত্রই বৈধ ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনের জন্য জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রকেই বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

৩ অক্টোবরের নির্বাচনে ২১টি পদের বিপরীতে এই ৪৯টি মনোনয়নপত্র জমা পড়ে। শুক্রবার নির্বাচন কমিশন সেগুলো যাচাই-বাছাই শেষে জানায়, কারো ক্ষেত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

সভাপতি পদে তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে দু’জন, সহ-সভাপতি পদে আটজন ও নির্বাহী সদস্য পদে ৩৬ জন প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘কোনো প্রার্থিতার বিরুদ্ধে আপত্তি আসেনি। মনোনয়নপত্রগুলোতেও কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া না যাওয়ায় সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। রবিবার আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব।’

এবারের নির্বাচনেও লড়াই করছেন কাজী সালাউদ্দিন। তাকে চ্যালেঞ্জ জানাতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুই সাবেক ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক।

এই দু’জন শেষ পর্যন্ত লড়াইয়ে থাকেন কী না সেটিই মূলত দেখার বিষয়। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, শারীরিকভাবে অসুস্থ বাদল রায় সভাপতি পদে নির্বাচন করতে এখনো অটল অবস্থানে। শেষ পর্যন্ত বাদল রায় নির্বাচনী ময়দানে থাকলে সেক্ষেত্রে শফিকুল ইসলাম মানিক তাকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়