Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২০

মেয়াদ বাড়ল সৌরভ গাঙ্গুলির কমিটির

করোনার কারণে স্থগিত হয়ে গেলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এজিএম তথা বার্ষিক সাধারণ সভা। এতে লাভ হলো সৌরভ গাঙ্গুলি এবং তার কমিটির। কারণ, এজিএম না হওয়া মানেই নির্বাচন নিয়ে আলাপ না হওয়া এবং সবকিছু পিছিয়ে যাওয়া।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, করোনার কারণে আগামী ৩০ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে কবে হবে, সেটাও নিশ্চিত নয়। তবে তারিখ নির্ধারণ হলে তা জানিয়ে দেওয়া হবে।

বিসিসিআইয় জানিয়েছে, অনলাইনে বোর্ডের বার্ষিক সাধারণ সভা করা সম্ভব নয়। এ কারণেই এবার আপাতত তা হচ্ছে না। সাধারণ সভা না হওয়ার অর্থ, নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হবে না। সুতরাং সৌরভ গাঙ্গুলিদের মেয়াদ আরও অনেকটা বেড়ে গেল।

ভারতীয় ক্রিকেট বোর্ড এমনিতে তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত। যার নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে ফেলতে হয় বোর্ডকে।

কিন্তু এবার করোনা কারণে তা তিনমাস পর্যন্ত পেছনোর অনুমতি দেয়া হয়েছে। বোর্ডের কেউ কেউ বলছিলেন, ডিসেম্বরের আগে বিসিসিআই’র সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যার অর্থ, সৌরভ, জয় শাহরা আপাতত থাকছেনই। তাছাড়া আদালতেও ‘কুলিং অফে’র বিষয়টা এখনও বিচারাধীন।

বোর্ডের ক্ষমতাসীন প্যানেলের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর জন্য আবেদনও করা হয়েছে শীর্ষ আদালতে। তবে শুধু সৌরভরা নন, বোর্ডের বার্ষিক সভা পিছিয়ে যাওয়ার ফলে ভারতীয় ক্রিকেটে জাতীয় নির্বাচকদের মেয়াদও তিন মাস করে বেড়ে গেল। যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আপাতত আরও তিন মাস তারা থাকবেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়