Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২০

বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায়। তরফদার মো. রুহুল আমিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানানোর পর আবারো একই কথার পুনরাবৃত্তি করেছিলেন তিনি।

কথা রাখতেই যেন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ফরম তোলেন বাদল রায়। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন এই ফুটবল সংগঠক। 

বাদল রায় এর আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ‘কাজী সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে দেয়া যাবে না।’ এমনকি ‘কেউ না দাঁড়ালে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব’ - বলেও মন্তব্য করেছিলেন তিনি। মনোনয়নপত্র তোলার পর জমা দিয়ে বলেছিলেন, শেষ পর্যন্ত লড়াই করবেন। কিন্তু শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সাবেক এই তারকা ফুটবলার।

বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকলেও এর এক ঘন্টা পর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দেন বাদল রায়ের স্ত্রী। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই সংগঠকের আবেদন গ্রহণ করা হবে কি না, সেটি নিয়ে বাফুফের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

বাদল রায় মনোনয়নপত্র তুলে নিলেও সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরেক সাবেক তারকা ফুটবলার সফিকুল ইসলাম মানিক। আগামীকাল চূড়ান্ত প্রার্থী প্রকাশ করা হবে। ভোট হবে ৩ অক্টোবর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়