Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২০

বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেললেন মেসি

নানা বিতর্কের শেষে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। এখন নিজেকে ঝালিয়ে নেওয়ায় জন্য প্রীতি ম্যাচে অংশ নিলেন তারকা এই ফুটবলার।

দ্বিতীয় সারির ক্লাব জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা। উসমানে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর আন্তোনিও গ্রিজমান ও ফিলিপে কৌতিনিয়োর পেনাল্টিতে আরও দুটি গোল পায় কাতালান ক্লাবটি।

ম্যাচটিতে অধিনায়কের ভূমিকাতেই ছিলেন মেসি, যিনি গত মাসে বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা বলেছিলেন। কিন্তু ক্লাব কর্তারা তাকে ফ্রি-ট্রান্সফার ফিতে ছাড়তে রাজি না হওয়ায় আরও এক মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রীতি ম্যাচটিতে অবশ্য পুরো সময় খেলেননি মেসি। প্রথমার্ধের পর তার বদলি তার বদলি নামানো হয়।

ম্যাচটিতে বার্সেলোনার নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যানের দল সাজানোয় অনেকটা ভিন্নতা দেখা গেছে। ৪-২-৩-১ ফরম্যাটে দল সাজান, মিডফিল্ডার দুজন। এভাবে দল সাজাতে বার্সেলোনার আগের কোচদের খুব কমই দেখা গেছে।

এদিকে, শনিবার থেকে শুরু হয়েছে লা লিগার নতুন মৌসুম। তবে লিসবনে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে অংশ নেওয়ায় একটু লম্বা বিরতি পাচ্ছে বার্সেলোনা।

২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কাতালান ক্লাবটির লা লিগা মিশন। এর আগে আগামী বুধবার জিরোনার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়