স্পোর্টস ডেস্ক
ফিক্সিংয়ের অভিযোগে আমিরাতের ২ ক্রিকেটার নিষিদ্ধ
আশফাক আহমেদ ও আমির হায়াত
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি। রোববার আমির হায়াত ও আশফাক আহমেদকে নিষিদ্ধ করার কথা জানায় সংস্থাটি।
৩৮ বছর বয়সী হায়াত দেশটির হয়ে ৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী আশফাক ১৬টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন।
আরব আমিরাত ক্রিকেট বোর্ড আগেই নির্বাসিত করেছিল আশফাককে। গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোর সময়েই সংশ্লিষ্ট ক্রিকেটারকে সাসপেন্ড করে সংযুক্ত আরব আমিরাত বোর্ড। যদিও এত দিন আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়নি।
আমির হায়াত ও আশফাকের বিরুদ্ধে পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অর্থ বা উপহার সামগ্রীর বদলে ম্যাচের ফলাফলে প্রভাবিত করা, জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন শাখাকে না জানানো, ৭৫০ মার্কিন ডলার বা তারও বেশি মূল্যের উপহার গ্রহণ এবং যে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেও তা অ্যান্টি কোরাপশন ইউনিটকে না জানানোর মতো অভিযোগও রয়েছে দুই ক্রিকেটারের বিরুদ্ধে।
দুই ক্রিকেটারকে অভিযোগ খণ্ডনের জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাদের জবাব দেওয়ার সময়সীমা। তবে আপাতত তাদের প্রাথমিক নির্বাসনে পাঠানোর কথা জানিয়ে দিয়েছে আইসিসি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























