Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২০

নেইমারসহ পাঁচজনের লালকার্ডের ম্যাচে পিএসজির হার

নেইমারসহ পিএসজির তিনজন। মার্শেই থেকে দুইজন। এক ম্যাচে মোট পাঁচজনের লালকার্ড দেখার ম্যাচে লিগ-১’এ ০-১ গোলে হেরে গেছে পিএসজি।

মাঠ ছাড়তে ছাড়তে নেইমার আবার চতুর্থ ম্যাচ অফিসিয়ালকে বলে যান, তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে!

এমন একটি লড়াইয়ে মার্শেইর হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফ্লোরিয়ান থাওভিন, ৩১তম মিনিটে।

১৯৮৪-৮৫ সালের পর এই প্রথম লিগ-১’এ শুরুর দুই ম্যাচে হার দেখল পিএসজি।

অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। একে অপরকে লাথি দিতেও দেখা যায়। এই ঘটনায় লাল কার্ড দেখেন পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো।

লাল-হলুদ মিলে এই ম্যাচে মোট ১৭টি কার্ড দেখান রেফারি, একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানের ইতিহাসে যা প্রথম!

ম্যাচ শেষে নেইমার টুইটারে জানান, তার একমাত্র আক্ষেপ আলভারো গঞ্জালেজের মুখে আঘাত না করা!

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে মার্শেই ম্যানেজার আন্দ্রে ভিলা-বোয়াস বলেন, ‘ফুটবলে বর্ণবাদের কোনো ঠাঁই নাই। আমি মানে করি না এটা ঘটেছে। আমাদের দেখতে হবে।’

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়