Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২০

২৬ সেপ্টেম্বর দর্শক ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে

করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে খেলা শুরু হলেও সেখানে দর্শকদের ঢুকার অনুমতি ছিল না। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে মাঠে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ানরা।

ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের নারী ক্রিকেট ম্যাচে সীমিত সংখ্যক দর্শককে মাঠে ঢুকতে দেয়া হবে। সেই মার্চের পর এই প্রথম দর্শকেরা মাঠে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছেন।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ২৬ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতে খুব জোরে চিৎকার করে যাবে না। সোমবার থেকে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।

কুইন্সল্যান্ড সরকারের কভিড-১৯ প্রতিরোধ নীতিমালা অনুযায়ী, মাঠে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশ করতে দেয়া হবে। থাকবে নানা ধরনের বিধিনিষেধ।

গাইডলাইনে বলা হয়েছে, ‘করোনার সংক্রমণ ঠেকাতে চিৎকার, গান কিংবা উল্লাস পরিমিতভাবে করা যাবে। এতে ড্রপলেট কম থাকবে।

ম্যাচগুলোর সব টিকিট বিক্রি হবে অনলাইনে। গোটা গ্রাউন্ডকে ভাগ করা হবে ছয়টি অঞ্চলে।

চীন থেকে ছড়িয়ে পড়া রোগটির কারণে গোটা পৃথিবীর ক্রীড়াঙ্গন কয়েক মাস রীতিমতো স্থবির হয়ে পড়েছিল। ধীরে ধীরে ক্রিকেট, ফুটবলসহ কয়েকটি খেলা শুরু হলেও দর্শকেরা সেইভাবে মাঠে যেতে পারছেন না।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১৬৯ জনে। বিপরীতে মারা গেছেন লাখ ২৮ হাজার ২৮৫ জন। সুস্থ কোটি ১০ লাখ ২৭ হাজার ৫৭৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়