Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২০

নেইমারকে ‘গালি’ দেয়া আলভারোকে হত্যার হুমকি!

রোববার ফ্রেঞ্চ ক্ল্যাসিকোতে তুমুল ধাক্কাধাক্কি হয়েছে পিএসজি ও মার্শেইয়ের খেলোয়াড়দের মধ্যে। ৫ জন লাল কার্ড দেখেছে, হলুদ কার্ড দেখতে হয়েছে ১২ জনকে। লাল কার্ড দেখেছেন পিএসজির নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়া, হাতাহাতির অন্যতম কুশীলব ছিলেন মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেস।

ম্যাচ শেষে আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন নেইমার। প্রতিপক্ষকে ঘুষি না মারতে পারার জন্য ইনস্টাগ্রামে আফসোসও করেছেন। অবস্থা গুরুতর বিবেচনা করে তদন্ত কমিটি গঠন করেছে ফ্রেঞ্চ ফেডারেশন। তদন্ত রিপোর্ট আসতে পারে বুধবার।

অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে যে আলভারোকে ঘিরে, সেই মার্শেই ডিফেন্ডারকে একের পর এক হুমকি দেয়া হচ্ছে উড়ো ফোনকলে। সোমবার টুইটারে আলভারো জানিয়েছেন, তাকে এবং তার পরিবারকে ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে!

তাদের খেলোয়াড়কে যে সত্যিই হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি মঙ্গলবার নিশ্চিত করেছেন মার্শেই কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস, ‘হত্যার হুমকি দেয়ার বিষয়টি সত্যি। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আসার পর থেকেই এসব শুরু হয়েছে।’

ম্যাচের পর নেইমার বলেছেন, আলভারোর জন্য বিন্দুমাত্র শ্রদ্ধাও নেই তার কাছে। নেইমারের অভিযোগকে আরও একবার ভেবেচিন্তে দেখার অনুরোধ করেছেন সাবেক চেলসি কোচ, ‘আমরা নিশ্চিত আলভারো বর্ণবিদ্বেষী নয়। মার্শেই দলটা বর্ণ-বৈচিত্র্যে ভরপুর। আমরা আশা করি সত্যটা বের হয়ে আসবেই।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়