Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২০

জুভেন্তাস ছেড়ে ব্যাকহামের ক্লাবে যাচ্ছেন হিগুয়াইন

পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জুভেন্তাসের সঙ্গে চুক্তির ইতি টেনেছেন গনসালো হিগুয়াইন। জোর ধারণা, আর্জেন্টাইন এই ফুটবলারের পরবর্তী গন্তব্য হবে যুক্তরাষ্ট্রে ডেভিড ব্যাকহামের ক্লাব ইন্টার মিয়ামি।

২০১৬ সালে ইতালির আরেক ক্লাব নাপোলি থেকে সাড়ে ৭ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে জুভেন্তাসে নাম লেখান হিগুয়াইন। ওই সময়ের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের মধ্যে তৃতীয় ছিলেন তারকা এই স্ট্রাইকার। সেরি আর ক্লাবটির হয়ে ১৪৮টি ম্যাচ খেলে করেছেন ৬৬ গোল।

হিগুয়াইন এর আগে ২০০৭-১৩ সময়ে খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির হয়ে ১৪৬টি ম্যাচ খেলে করেন ৯১ গোল।

গত দুই মৌসুম ধরে তেমন ছন্দে নেই হিগুয়াইন। এর মধ্যে ২০১৮-১৯ মৌসুম ধারে এসি মিলানে খেলার পর গত জানুয়ারিতে ধারে ২০১৯-২০ মৌসুমের বাকি সময়ের জন্য চেলসিতে যোগ দেন তিনি।

সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল হিগুয়াইনের। বিদায়বেলায় মাঠে তার দারুণ কিছু মুহূর্তের ভিডিও দিয়ে এক টুইট বার্তায় শুভকামনা জানিয়েছে ক্লাবটি।

হিগুয়াইনের সম্ভাব্য গন্তব্য ইন্টার মিয়ামি হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির কোচ দিয়েগো আলনসোও। ক্লাবটির সঙ্গে ৩২ বছর বয়সী এই ফুটবলার দর-কষাকষি ‘চূড়ান্ত’ পর্যায়ে আছে বলে জানিয়েছেন তিনি।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়